বরিশালে সফল ভাবে অনুষ্ঠিত হলো ১ম বরিশাল ম্যারাথন
- ১৩:৫২
- কার্যক্রম প্রতিবেদন
- ২৯০৫
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’- এ শ্লোগানকে সামনে রেখে বরিশাল নগরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বরিশাল প্রথম ম্যারাথন-২০২০। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে ওই ম্যারাথনে আয়োজন করে বিজ্ঞান চর্চা ও বিকাশের সংগঠন কসমিক কালচার।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে ওই ম্যারাথন শুরু হয়। বরিশাল ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে হাফ ম্যারাথন (২১ দশমিক ১ কিলোমিটার), পাওয়ার রান (১০ কিলোমিটার), ড্রিম রান (৫ কিলোমিটার) ও চ্যারিটি রান (৩ দশমিক ৫ কিলোমিটার) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ম্যারাথনে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সকাল ৬টায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এসময় আরও উপস্থিত ছিলেন আয়োজনের পৃষ্ঠপোষক অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ভানু দে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম্যারাথনটি বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু করে নগরের প্রধান সড়কগুলো হয়ে লাকুটিয়া জমিদার বাড়ি পর্যন্ত গিয়ে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শাহাবুদ্দিন খান বলেন, এই আয়োজন মাদক বিরোধী আন্দোলন আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। আমাদের যুব সমাজ ও তরুন সমাজকে আরো বেশি খেলাধুলা ও শরীর চর্চামুখি করবে। তারা সুস্থদেহে সুস্থ শরীরে যাতে সত্যিকারের সুনাগরিক হয়ে গরে উঠতে পারে। তিনি আরো বলেন, ম্যারাথন এটি চমৎকার আয়োজন। আজ এই আয়োজনে সাড়া দিয়ে বাংলদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তাদের স্বাগত। আয়োজকদের ধন্যবাদ জানাই। আশা রাখি কসমিক কালচার আগামিতে আরো বড় করে এই আয়োজন করবে।
সমাপনী অনুষ্ঠানে কসমিক কালচারের সভাপতি ড. অনিশ ম-লের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আরিফুর রহমান, কসমিক কালচারের সাধারণ সম্পাদক যোয়েল কর্মকার। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও ফিনিসারদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভাপতি ড. অনিশ মন্ডল বলেন, আমরা এই আয়োজনের মধ্যেদিয়ে সকলকে সুস্থ সবল দেহে বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার আহ্বান জানাই। বৃদ্ধ ও তরুন সবাইকে শরীর চর্চায় এগিয়ে আসতে হবে। তহলে আমরা সুস্থ, সবল, সুনাগরিক পাবো। সবার সহযোগিতা পেলে আগামীতে আরো বড় করে আয়োজন করতে চাই।
ম্যারাথনে প্রতিযোগী খবির উদ্দিন খান বলেন, ‘এই ম্যারাথনের মাধ্যমে বৃদ্ধ ও তরুনদের উদ্বুদ্ধ করে বলতে চাই তারা যেন দৌড়তে আসে। সাফাল্যের প্রথম চাবিকাঠী হলো স্বাস্থ্য। তার পরে মানবিক গুনাবলী। অর্থৎ ভালো ছাত্রের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী।
৪ ক্যাটাগরীর মধ্যে ২১.১ কিলোমিটার ক্যাটাগরী ম্যারাথনে প্রথম হন ঢাকার মো. ওয়াসিউর রহমান, দ্বিতীয় হন ঢাকার রানা রহমান এবং তৃতীয় হন চট্টগ্রামের আদিবাসী শোভন মিত্র তনচঙ্গা।
অপরদিকে ১০ কিলোমিটার ম্যারাথনে প্রথম হন নারায়নগঞ্জের শেখ জহিরুল ইসলাম, দ্বিতীয় হন ঢাকার ড. প্রনব কুমার সাহা এবং তৃতীয় হন ঢাকার মো. আবদুল্লাহ স্বজন। ম্যারাথনে সকল ক্যাটাগরিতে ফিনিসারদের মেডেল দেওয়া হয়।
প্রথম বরিশাল ম্যারাথন ২০২০ এর পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি:, অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস লি: এবং ডাটা ক্রফট। সহযোগিতায় ছিল, অ্যাডভেরগো, বাংলাদেশ উদীচী বরিশাল জেলা সংসদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, শৈল্পিক ইভেন্ট ম্যানেজমেন্ট।