সাবর্ণ সংগ্রহশালার নবম আন্তর্জাতিক ইতিহাস উৎসব
সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ এর অনন্য জাদুঘর ও গবেষণা কেন্দ্র সাবর্ণ সংগ্রহশালা ৯ম বারের মতো আয়োজন করা হয় ইতিহাস ও পুরাকীর্তি বিষয়ক বার্ষিক প্রদর্শনী। ঐতিহাসিক মোঘল আমল ও ঐতিহ্যের বাংলাদেশ-কে উপজীব্য করে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘পরম্পরা’। এই অনন্য প্রদর্শনীতে ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর অন্তবর্তীকালীন সময়ে মোঘল সাম্রাজ্যের সাথে সাবর্ণ পরিবারের ৪৭৫ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন ঐতিহাসিক ও দুর্লভ সংগ্রহ ও নিদর্শন প্রদর্শিত হয়। একইসাথে এই প্রদর্শনীতে উপস্থাপিত করা হয় বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও পুরাকীর্তি। এছাড়া ছিল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ডাকটিকিটের একটি দুর্লভ প্রদর্শনী এবং সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন। প্রদর্শনীটি কলকাতার বারিষায় অবস্থিত সপ্তর্ষী ভবনের জাদুঘর মিলনায়তনে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে। ভারত এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিথযশা ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের প্রয়াস ‘সপ্তর্ষী’। সাবর্ণ পরিবারের হাতে লেখা ঐতিহ্যবাহী পত্রিকা ‘সপ্তর্ষী’ এর ২৫ তম সংখ্যার উদ্বোধন করা হয় এই প্রদর্শনীর মাঝেই। দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের প্রয়াস হিসেবে এ সংখ্যায় ভারতের পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট লেখকদেরও রচনা অন্তর্ভূক্ত করা হয়েছে।