সাবর্ণ সংগ্রহশালার দ্বাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসব
ইতিহাসকে ফিরে পেতে প্রতি বছর শীতের বিদায় লগ্নে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ এর অনন্য জাদুঘর ও গবেষণা কেন্দ্র সাবর্ণ সংগ্রহশালা আয়োজন করে থাকে ইতিহাস ও পুরাকীর্তি বিষয়ক বার্ষিক প্রদর্শনী। এবারেরও ভারতের কলকাতায় বড়িশায় অবস্থিত সপ্তর্ষী ভবনের জাদুঘর মিলনায়তনে ৫ থেকে ৮ ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০টা - সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উৎসবে এবারের কান্ট্রি পার্টনার নেপাল। এবারের প্রধান আকর্ষণ নেপালের শিল্পকর্ম ‘ন্যাচারালি নেপাল’। এছাড়া এবারের আয়োজনে বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়কে। তাঁর রেকর্ড করা সংগীতের ৮০ বছর উদযাপন করা হয় এই আয়োজনে। ছিল জামাইষষ্ঠী ছবির নির্মাতা অমর চৌধুরীর ওপর একটি প্রদর্শনী, সঙ্গে সঙ্গীতকার প্রণব রায় স্মরণ অনুষ্ঠান। এ ছাড়াও নস্টালজিয়া কুইজ, মুদ্রা এবং দেশবিদেশের বাহারি টুপির প্রদর্শন। ইতিহাস ও ঐতিহ্যের যুগলবন্দী এই আসরে ওয়েব পার্টনার হিসেবে ছিল কসমিক কালচার।