বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ
- ১৪:২৪
- কার্যক্রম প্রতিবেদন
- ২৪০৫
গত ২৬ জানয়ারি, ২০০৯, সোমবার বাংলাদেশ (ঢাকা) স্থানীয় সময় বিকাল ০৩ঘ. ৩৩মি. ১২সে. সময়ে একটি সূর্যগ্রহণ সংঘটিত হয় যা বাংলাদেশ থেকে আংশিক দৃশ্যমান ছিল। এই উপলক্ষ্যে পূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ কমিটি এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র যৌথ উদ্যোগে দিনব্যাপী সূর্যগ্রহণ বিষয়ক কর্মশালা ও সূর্যগ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করে। উল্লেখ্য কসমিক কালচার পূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ জাতীয় কমিটি’র একটি সংগঠন সদস্য।
কার্যক্রমের প্রথম পর্বে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে সূর্যগ্রহণ বিষয়ক কর্মশালা এবং দ্বিতীয় পর্বে রায়ের বাজার বধ্যভূমি থেকে আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা হয়।
আমরা মনে করি এই কার্যক্রম পরিচালনার মধ্যে দিয়ে সৌরজগত, মহাবিশ্ব, প্রাণের উদ্ভব সম্পর্কে ধারণা পাবে সাধারণ মানুষ এবং বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞানঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে নতুন প্রজন্ম জ্যোতিবিজ্ঞানে এগিয়ে যাবে রাধাগোবিন্দ, চন্দ্রশেখর, মেঘনাদ সাহা, মোহাম্মদ আবদুল জব্বারের মতো বিজ্ঞানীদের পথ ধরে।