পর্ব ৩: চাঁদে মানুষের প্রথম অবতরণ
- ০৯:২১
- অনলাইন বিজ্ঞান আলোচনা
- ২৪৯৮
২০ জুলাই ১৯৬৯ সালে, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে প্রথম মানুষের পদার্পণ ঘটেছিল। এই দিনে চাঁদের বুকে নিল আর্মস্ট্রং প্রথম পা রাখেন। তাঁর কিছুক্ষণ পরই চাঁদে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পা রাখেন বাজ অলড্রিন। তাঁরা দুজনই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন। সেই ঐতিহাসিক অভিযাত্রা উপলক্ষ্যে কসমিক কালচার অনলাইন বিজ্ঞান আলোচনা (পর্ব-৩) অনুষ্ঠিত হয় ২০ জুলাই ২০২০, বাংলাদেশ সময় রাত ৮টা।
অনুষ্ঠানে আলোচক ছিলেন: শৌখিন জ্যোতর্বিদ ও সংগঠক এফ. আর. সরকার এবং বিজ্ঞান বক্তা ও বিজ্ঞান সাময়িকী মহাবৃত্ত সম্পাদক আসিফ।