শনি গ্রহের বলয় পর্যবেক্ষণের ৪০০ বছর
- ১৪:২৯
- কার্যক্রম প্রতিবেদন
- ২৬৬৯
শনি গ্রহটি তার আকর্ষণীয় বলয়ের কারণেই সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় সৌন্দর্য্যের উৎকর্ষে রয়েছে, যা মহাজাগতিক ক্যানভাসে সৃষ্টি করেছে এক বিমূর্ত চিত্র। ১৬১০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহকে পর্যবেক্ষণ করেন এবং এর দৃষ্টিনন্দন বলয় দেখতে পান। তিনি তার লেখায় এই পর্যবেক্ষণের আশ্চর্য অনুভূতির কথা প্রকাশ করেন। সেই ঐতিহাসিক পর্যবেক্ষণের ৪০০ বছর পূর্তি উপলক্ষ্যে বিজ্ঞান সংগঠন ‘কসমিক কালচার’ এবং ‘বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন’ যৌথভাবে টেলিস্কোপে শনি গ্রহ পর্যবেক্ষণের আয়োজন করে গত ৩০ জুলাই, ২০১০ তারিখ শুক্রবার ।
সূর্যাস্তের পর থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার ধানমন্ডি ক্লাব খেলার মাঠে টেলিস্কোপে শনি গ্রহ পর্যবেক্ষণ করা হয়। মেঘলা আকাশের কারণে থেকে থেকে দেখা দিচ্ছিল প্রত্যাশিত শনি গ্রহ, যেন উপস্থিত সাধারণের সরব আমন্ত্রণ শনি গ্রহ উপেক্ষা করতে পারছিল না। একই সময়ে আকাশে শুক্র গ্রহও পর্যবেক্ষণ করা হয়।
আমরা মনে করি এই আয়োজন সাধারণের মাঝে বিজ্ঞানমনস্কতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক হবে।