আপনিও লিখুন
- ১৮:৪৮
- জার্ণাল.কসমিক কালচার
- ২৬১৬
লেখক হিসেবে বিবেচিত যেকেউ কসমিক কালচার .সায়েন্স-এ লেখা পাঠাতে পারবেন। এখানে বিজ্ঞানের নিয়মিত সংবাদের বাইরেও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্যমূলক লেখা, নিবন্ধ ও অন্যান্য বিভাগ রয়েছে।
যারা লেখা পাঠাতে চান, সবচেয়ে ভাল হয় তারা যদি তাদের লেখা ইউনিকোডে লিখে পাঠান। লেখা পাঠাতে আমাদের ই-মেইল করুন: info@cosmicculture.org এই ঠিকানায়। সরাসরি ই-মেইলের বডিতে লিখতে পারেন অথবা ওয়ার্ড ফাইলের লেখা অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে পারেন।
বিজ্ঞানের বিভিন্ন শাখা ছাড়াও বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে আমরা স্বাগত জানাই। প্রয়োজনবোধে লেখা সম্পাদনা করা হতে পারে। তবে লেখা অবশ্যই কসমিক কালচারের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং আমাদের মূলনীতির সাথে একাত্ম হতে হবে। এটি সম্পূর্ণভাবে একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ, তাই লেখকদের কোন পারিশ্রমিক দেওয়ার সুযোগ নেই। বাংলা ভাষার মাধ্যমে বিজ্ঞানকে সাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার এবং তাদেরকে বিজ্ঞানমনষ্ক ও বিজ্ঞানঘনিষ্ঠ করার একটি প্রয়াস এই ওয়েবসাইট।
লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকের মতামতই চুড়ান্ত। বিজ্ঞানকে জানতে ও জানাতে আপনিও অংশ নিন আমাদের সাথে।