কসমিক কালচার ট্রাস্ট

  • ২৯৬৯

কসমিক কালচারের সকল বিজ্ঞান বিষয়ক কর্মকাণ্ডের সম্মিলিত রূপ কসমিক কালচার ট্রাস্ট। ট্রাস্টের মূল উদ্যোক্তা কসমিক কালচারের প্রতিষ্ঠাতা সদস্যগণ। ২০১৩ সাল থেকে কার্যক্রম পরিচালিত হলেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রাস্ট আইন অনুযায়ী ২০১৮ সালের জুলাই মাসে কসমিক কালচার ট্রাস্ট গঠিত হয়। এটি সম্পূর্ণভাবে একটি অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংগঠন। ট্রাস্টিরা এ প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা গ্রহণ করেন না। সদস্য, শুভাকাঙ্খি এবং বিভিন্ন কল্যাণকামী ও বিজ্ঞানপ্রিয় প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয় কসমিক কালচার ট্রাস্ট।

কসমিক কালচার ট্রাস্টের যে কোনো কার্যক্রমে আপনিও অংশগ্রহণ করতে পারেন।