অর্জন: ‘মন্থন এ্যাওয়ার্ড

  • ২৬৮৭

কসমিক কালচারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ওয়েব অ্যাডমিন জয় দে মন্থন এ্যাওয়ার্ড গ্রহণ করেন

‘মন্থন এ্যাওয়ার্ড: সাউথ এশিয়া এন্ড এশিয়া প্যাসিফিক ২০১২’ এর ‘ই-সায়েন্স এন্ড টেকনোলজি’ বিভাগে এবছরে এককভাবে বিজয়ী হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেছে বিজ্ঞান সংগঠন কসমিক কালচার পরিচালিত বাংলায় বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট www.cosmicculture.org। ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন পরিচালিত ও প্রবর্তিত মন্থন এ্যাওয়ার্ড ই-কনটেন্ট এবং ক্রিয়েটিভিটি ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। ৯ম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ এবং ভারতের ৭টি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক প্রতিযোগিতা করে কসমিক কালচার ‘ই-সায়েন্স এন্ড টেকনোলজি’ বিভাগে চূড়ান্ত পর্বে মনোনয়ন পায়। পরবর্তীতে জুরি বোর্ডের রায়ে এই বিভাগের জন্য এককভাবে বিজয়ী হিসাবে কসমিক কালচার বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করে।

সার্টিফিকেট ও ক্রেস্টকসমিক কালচারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ওয়েব অ্যাডমিন জয় দে মন্থন এ্যাওয়ার্ড প্রদান অনৃষ্ঠানে বক্তব্য রাখছেন

গত ১ ডিসেম্বর ভারতের নতুন দিল্লীতে ‘ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার’-এ এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। কসমিক কালচারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ওয়েব অ্যাডমিন জয় দে মন্থন এ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়া দিনব্যাপি মন্থন ডিজিটাল মেলায় কসমিক কালচার নিজস্ব স্টল পরিচালনা করে, যেখানে বিভিন্ন দেশের ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এই ওয়েবসাইটের সেবা ও বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত হন এবং তাদের মতামত প্রদান করেন। উল্লেখ্য, ‘মন্থন এ্যাওয়ার্ড: ২০১২’-এ ৩৬ টি দেশের ৪৭০টি প্রজেক্ট অংশগ্রহণ করে।