বিজ্ঞান সাময়িকী: ইন্টেলিজেন্টসিয়া
- ১৩:৩৪
- ৩১৬০
‘ইন্টেলিজেন্টসিয়া’ কসমিক কালচারের একটি অনিয়মিত বিজ্ঞান সাময়িকী। মৌলিক বিজ্ঞান এবং জ্ঞান ও যুক্তির চর্চার বিভিন্ন বিষয়ের ওপর বিশিষ্টজনের লেখা এখানে প্রকাশিত হয়। বিজ্ঞান জনপ্রিয়করণের লক্ষ্যে এই সাময়িকীটি প্রকাশিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তরুণ প্রজন্মের মূল্যবোধ ও বিজ্ঞানমনস্কতা বৃদ্ধির জন্য বিজ্ঞান বিষয়ক প্রকাশনা গুরুত্বপূর্ণ। বিজ্ঞান শিক্ষাকে আনন্দের সাথে গ্রহণ করাতে পারলে এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে আরও বেশি প্রায়োগিক করে তুলতে পারলে তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞান ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠবে। যা ক্রমশ বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহকে বাড়িয়ে তুলবে। এভাবে বিজ্ঞানের প্রতি ভালোবাসা ও ঘনিষ্ঠতা থেকেই তার মধ্যে জন্ম নেবে বিজ্ঞানবোধ। পাশাপাশি মানুষকে তার যুক্তিবাদী ও অনুসন্ধানী মনের জানলা খুলে দিয়ে তাকে মুক্তমনের অধিকারী করে তুলবে।
এই সাময়িকীতে বিজ্ঞান আগ্রহী যেকেউ বিজ্ঞানের যেকোন শাখার ওপরে এবং জ্ঞানচর্চা সম্পর্কিত মানসম্পন্ন লেখা আমাদের পাঠাতে পারেন।